জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে নারী কাউন্সিলর শিউলি বেগম বাংলানিউজকে জানান, বিকেলে বলারদিয়ার গ্রামের মানিক চন্দ্র শীলের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে পুঁজা রানী (১২) বাড়ির পাশের জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় বাতাসে ও বৃষ্টিতে পাশের বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে পড়লে সে তারে জড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে পাশের লোকজনের চিৎকারে মেয়েটির দাদি সুমতি রানী (৭০) ঘটনাস্থলে গেলে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসআই