নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো মনমথপুর ফ্যাক্টরিপাড়ার হাফিজুল ইসলামের মেয়ে মাহাবুবা (৭) এবং মিজানুর রহমানের মেয়ে মেহেবুবা (৬)। সম্পর্কে তারা চাচাতো বোন।
জানা গেছে, উপজেলার মনমথপুর ইউনিয়নের ফ্যাক্টরিপাড়ার মাহাবুবা ও মেহেবুবা বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে সবার অজান্তে শিশু দু’টি পাশের পুকুরে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় না দেখে পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে দু’জনের ভাসমান মরদেহ পাওয়া যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এসআই