ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাআরোহী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাআরোহী আহত

ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান মিন্টু (৫১) নামে এক ব্যক্তি আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত পৌনে তিনটার দিকে ধোলাইপাড় ডিপটির গলির পাশে এ ঘটনা ঘটে।

মিন্টু ধনিয়া এলাকার নাসির উদ্দিন রোড খান সাহেবের গলিতে থাকনে। তিনি একটি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে চাকরি করেন।

মিন্টুর ছেলে মো. আকাশ জানান, কর্মস্থল থেকে রিকশাযোগে তার বাবা বাসায় ফেরার পথে ধোলাইপাড় ডিপটির গলির পাশের রাস্তায় ৫ জন ছিনতাইকারী তার রিক্সাটি গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে বাবার গলা ও পায়ে আঘাত লাগে। ওই অবস্থায় বাসার সামনে এলে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়।

মিন্টু জানান, পাঁচজন ছিনতাইকারী রিকশাটিকে ঘিরে ধরে। পরে ছিনতাইকারীরা তার কাছে যা কিছু আছে বের করে দিতে বলে। তবে তিনি চিৎকার দিলে ছিনতাইকারীর তাকে ছুরিকাঘাতে করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।