দিনাজপুরে: দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে মোসাদ্দেক হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর ডাবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোসাদ্দেক ইউনিয়নের চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম হাফিজুর রহমান।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর পূজা দেখার কথা বলে বাসা থেকে বের হয় মোসাদ্দেক। রাতে বাসায় ফিরতে দেরি হলে পরিবার ও আশেপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সকালে তার বাসা থেকে একটু দূরে পুকুরপাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
নিহতের বাবা হাফিজুর রহমান বলেন, মোসাদ্দেকের পেট ব্যথা জনিত সমস্যা ছিল। আমরা অনেক দিন যাবৎ তার চিকিৎসা চালাচ্ছিলাম। এছাড়া তার একটু মানসিক সমস্যাও রয়েছে। পেট ব্যথার কারণে এর আগেও আত্মহত্যা করার কথা বলত। কিন্তু আজকে সে সত্যি এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার তদন্তকারী উপ-পরিদর্শক (এস আই) জাহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এনএইচআর