নওগাঁ: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চক উলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে চক উলি বাজারে সড়কের পাশে তার ভ্যানে বসে ছিলেন তিনি আব্দুল খালেক। এসময় একটি ট্রাক ভ্যানটিতে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি