নড়াইল: নড়াইলে মাদক মামলায় আজহারুল ইসলাম বিশ্বাস নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১৭ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী অচিন কুমার চক্রবর্তী বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে মামলাটি বিচারাধীন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি