ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ট্রলার ডুবি, শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
চরফ্যাশনে ট্রলার ডুবি, শিশুর মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুনায়েদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 এখনো নিখোঁজ রয়েছে স্বপন নামে এক যুবক ও তার মা বিলকিস বেগম।  

রোববার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে চরপাতিলা থেকে শসা বোঝাই করে একটি ট্রলার চর কচ্ছপিয়ার দিকে যাচ্ছিল। এসময় ট্রলারে ১০ জন যাত্রী ছিল। কিছুদূর যাওয়ার পরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সাতজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে তিনজন। কিছুক্ষণ পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
  
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বেলাল হোসেন জানান, ট্রলারে ১০ জন যাত্রী ছিল। তারা সবাই ট্রলার মালিকের আত্মীয়-স্বজন। সাতজনকে জীবিত এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।