ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ভেজাল টিএসপি জব্দ, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
চুয়াডাঙ্গায় ভেজাল টিএসপি জব্দ, লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেজাল সার সংরক্ষণের দায়ে নয়ন আহমেদ নামে এক দোকানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দত্তাইল এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এসব ভেজাল সার জব্দ করা হয়।  

দণ্ডপ্রাপ্ত নয়ন আহমেদ ওই দত্তাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি বাজারের নয়ন ট্রেডার্সের মালিক।

অভিযান থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তাইল বাজারের নয়ন ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি বিভাগের যৌথ একটি দল। এসময় ওই দোকান থেকে ৭৩ ভেজাল টিএসপি সার জব্দ করা হয়। এসব সার সংরক্ষণের দায়ে দোকান মালিক নয়নকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ঝিনাইদহের শৈলকুপা এলাকার নাজমুলের কাছ থেকে এসব সার সংগ্রহ করেছেন তিনি। এগুলো সংরক্ষণের দায়ে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভেজাল সার ধ্বংস ও দোকানের সার বিক্রির লাইসেন্স জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।