পটুয়াখালী: চাকরির প্রলোভনে আবাসিক হোটেলে পতিতাবৃত্তিতে বাধ্য করায় হোটেল মালিক নুর আলম খানকে (৩৬) গ্রেফতার করেছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের।
তিনি বলেন, হোটেলের রিসিপশনে চাকরি দেওয়ার কথা বলে তাকে খুলনা থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে কুয়াকাটার আবাসিক হোটেল রেডিয়েশানে নিয়ে আসা হয়। এরপরে তাকে ভয় দেখিয়ে হোটেল রুমে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
ট্যুরিস্ট পুলিশ শনিবার (১৬ অক্টোবর) গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে। ওই তরুণীর দাবি তাকে সাগর নামের এক ব্যক্তি চাকরি দেওয়ার কথা বলে ওই হোটেলে নিয়ে যায়।
এ ঘটনায় মহিপুর থানায় নির্যাতিত কিশোরীর পক্ষ থেকে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় হোটেল মালিক নুর আলম নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর