ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকা থেকে ইয়াবাসহ খোকন মোল্লা (৩৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ নজরুল ইসলাম খান।
আটক খোকন বরিশাল জেলার আজলঝারা উপজেলার পুর্ব সুজনকাটি গ্রামের করিম মোল্লার ছেলে।
ঝিনাইদহের মহেশপুর খারিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কালভার্ট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ খোকনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর