ফেনী: ফেনীতে শনিবার তিনটি মন্দিরে হামলা, একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলায় অজ্ঞাতনামা চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মন্দিরের পুরোহিতকে মারধরের ঘটনায় লাবিব নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে র্যাব-৭।
রোববার (১৭ অক্টোবর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ, পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী, মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফেনীর জয় কালী কেন্দ্রীয় মন্দিরে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা শনিবারের ঘটনা তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, জয় কালী মন্দির, রাজ কালী মন্দির ও মহাপ্রভুর আশ্রম এবং ফেনী বাজারের ১৫টি দোকান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনাটি ধর্মীয় বা রাজনৈতিক নয়। এটা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বলেন, ফেনী সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা কখনো কল্পনাও করিনি এমন ঘটনা এই শহরে হবে। পূজার সময় মানুষ নির্বিঘ্নে উৎসব করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। শনিবারের ঘটনা অনভিপ্রেত। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ফৌজদারি অপরাধ করেছে। মামলা হয়েছে, অল্পসময়ে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
শনিবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ফেনী বড় জামে মসজিদের সামনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দুই শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাম্যান রিয়াদ মোল্লা ও যুবলীগ নেতা ডালিম, ফয়সালসহ অন্তত ৪০ জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসএইচডি/এমজেএফ