ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুইশ গজ দূরত্বে ট্রেনে কাটা পড়লেন দুইজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
দুইশ গজ দূরত্বে ট্রেনে কাটা পড়লেন দুইজন ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) দিনগত গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- সাইদুল ইসলাম (৩৫) ও অজ্ঞাতনামা নারী (৩২)।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, শনিবার দিবাগত রাতে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ২জন।   এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি জানান, চেয়ারম্যান বাড়ি এলাকায় রেললাইনে দুইশ গজ দূরত্বে একই ট্রেনের নিচে কাটা পড়েন তারা। নিহত সাইদুল ইসলামের বরগুনা সদর উপজেলার আন্ধারমানিক গ্রামে। বাবার নাম জালাল হাওলাদার। রিকশাচালক ছিলেন তিনি। বর্তমানে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

তবে মৃত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরনে ছিলো সাদা গোলাপি রঙের ওড়না। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এএসআই সাকলাইন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির প্রধান উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, কমলাপুরগামী একই ট্রেনের নীচে কাটা পরে তাদের মৃত্যু হয় তবে দুইজনের মাঝে আনুমানিক দুইশ গজ দূরত্ব ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।