ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে প্রাণ গেল ৪ বাইক আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
সড়কে প্রাণ গেল ৪ বাইক আরোহীর দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। চারটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এদের মৃত্যু হয়।


 
রোববার (১৭ অক্টোবর) বিকেল ও দুপুরে মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ইফতেখার আলম (৩৬), মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের ডা. শাহজাহান মিয়ার ছেলে তারেকুজ্জামান (২৮), চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোজাম্মেল হক (২৩) ও কুমিল্লা জেলার বালিনা এলাকার গোপাল রায়ের ছেলে অজয় রায় (২২)।
 
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা বাংলানিউজকে জানান, রোববার বিকেলে সুরমা চা বাগান এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলের চালক মোজাম্মেল ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অপর মোটরসাইকেলের আরোহী অজয় রায়কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
এর আগে দুপুরে একই সড়কের উত্তর সুরমা এলাকায় ইফতেখার ও তারেকুজ্জামানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ইফতেখার ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান তারেকুজ্জামান।
 
ওসি গোলাম মোস্তফা আরও জানান, দুর্ঘটনায় চারটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলগুলো অতিরিক্ত গতিতে ছিল। চারটি মোটরসাইকেলে থাকা আরো কয়েকজন আরোহী আহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো জব্দ ও চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতদের মধ্যে মোজাম্মেল মৌলভীবাজার পলিটেকনিকের ছাত্র, ইফতেখার আলম কলেজছাত্র, তারেকুজ্জামান দলিল লেখক ছিলেন।
 
বাঙলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।