মেহেরপুর: গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিল্ডিংয়ের ভেতর থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) দুপুরের ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের পেছন থেকে বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড রামদেবপুর গ্রামের চৌকিদার মনিরুল ইসলাম ইউনিয়ন পরিষদের বিল্ডিংয়ের ভেতরের অংশে গ্রিলের পাশে শপিং ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দু'টি বোমাসদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় লোকজন ও তার কর্মকর্তাকে জানান। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা দু'টি উদ্ধার করে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নির্বাচনকে সামনে রেখে ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যে কেউ এ কাজ করতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রিলের ভেতর থেকে লাল টিপ দিয়ে জড়ানো বোমা সদৃশ বস্তু দুটিকে উদ্ধার করে নিয়ে এসেছে গাংনী থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর