মাগুরা: দুইদিন অতিবাহিত হলেও মাগুরায় ৪ খুনের ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সংঘর্ষে একই পরিবারের তিন ভাই সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লা ও অপর পক্ষের ইমরান হোসেন নামে একজনসহ মোট ৪ জন খুন হয়।
পরদিন শানিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জগদল গ্রামের প্রশাসন পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে জানাজা শেষে শনিবার রাতেই তিন ভাইয়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে অপর পক্ষের নিহত ইমরানকে দাফন কার হয় জগদল রুপাটি গ্রামে কবরস্থানে।
তবে ঘটনার পর রোববার (১৭ অক্টোবর) বিকেল পর্যন্ত দুই দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ঠ সদর থানায় কোনো মামলা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও তদন্ত) কামরুল হাসান বলেন, শানিবার সকালেও কোনো পক্ষ মামলা করতে না আসায় বাদীদের বাড়িতে সদর থানার ওসিকে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, গোটা গ্রামে পুরুষ শূন্য অবস্থা বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে নারী আত্মীয় স্বজনরা এসে বাড়ি-ঘর পাহারা দিচ্ছে। তবে পরবর্তী সহিংসতা এড়াতে গোটা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।
মামলার বিষয়ে সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, পরিবারের সদস্যরা শোকাহত হওয়ায় মামলা হতে দেরি হচ্ছে। তিন ভাই হত্যার ঘটনায় তাদের ভাই আনোয়ার মোল্লা বাদী হয়ে ও ইমরান হত্যা মামলায় তার মা বাদী হয়ে রাতের মধ্যে মামলা দায়ের করবেন।
আরও পড়ুন >>> মাগুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৪
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেএআর