ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল-গুলি 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
শার্শা সীমান্তে বিদেশি পিস্তল-গুলি  জব্দকৃত অস্ত্র

বেনাপোল (যশোর): শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি (৭.৬৫) পিস্তল, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার গোগা সীমান্ত থেকে এ অস্ত্র গুলি ও মাদক জব্দ করা হয়।

 

খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের গোগা বিওপি ক্যাম্পের কমান্ডার দবির উদ্দিন জানান, ভারত থেকে গোগা সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রের চালন বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে কৌশলে পলিয়ে যায়। পরে ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫), দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত পিস্তল, ম্যাগজিন গুলি ও ফেনসিডিল শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।