ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ২৬ কেজি ইলিশ-জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ঝালকাঠিতে ২৬ কেজি ইলিশ-জাল জব্দ

ঝালকাঠি: প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।  

রোববার (১৭ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানিয়েছেন, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা মা ইলিশ ধরার চেষ্টা করে। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান পরিচালনা করে। এসময় ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ এবং একজন জেলেকে আটক করা হয়। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।