ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, কারাগারে এক ব্যক্তি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, কারাগারে এক ব্যক্তি  মো. পারভেজ মিয়া

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট ও শেয়ার করায় মো. পারভেজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. পারভেজ মিয়া জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার সকালে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পারভেজ মিয়াকে গ্রেফতার করা হয়।  

এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি মো. পারভেজ মিয়া তার ফেসবুক আইডিতে পোস্ট করে শেয়ার করেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে আসে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।