কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে হুরুন্নেছা বেগম ওরফে শিল্পী (৩৮) নামে এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই স্কুলশিক্ষিকার মৃত্যু হয়।
মৃত হুরুন্নেছা উপজেলার মধ্য ভরতেরছড়া বিএসসি মোড় এলাকার রফিকুল ইসলামের স্ত্রী এবং সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এর আগে, উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
হুরুন্নেছা উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের হাছেন আলী মাস্টারের মেয়ে। প্রায় ২২ বছর আগে বিএসসি মোড়ের আনোয়ার মাস্টারের ছেলে রফিকুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুলের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল হুরুন্নেছার মধ্যে। এরই জেরে রোববার (১৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে স্বামীর সঙ্গে অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খায় স্ত্রী হুরুন্নেছা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ওই স্কুলশিক্ষিকা অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছের বলে জানতে পেরেছি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এফইএস/এএটি