ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজের দুই শিশু সন্তানকে কীটনাশক পান করিয়ে এক গৃহবধূ নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁও আষাঢ়ীয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া শিশু আয়েশার চাচা মোবারক হোসেন জানান, তার ভাই আওলাদ হোসেন ড্রেজার ব্যবসায়ী আর ভাইয়ের স্ত্রী শিখা গৃহিণী। দীর্ঘদিন ধরে শিখার মানসিক সমস্যা রয়েছে। সোমবার আওলাদ হোসেন যখন বাইরে ছিল তখন শিখা বাসায় থাকা কীটনাশক দুই বাচ্চাকে জোর করে খাইয়ে দেয়। এরপর নিজেও সেই কীটনাশক পান করে।
পরে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসরা তাদেরকে পাঠিয়ে দেয় ঢামেকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুপুরের পরে দুই শিশু সন্তান এবং তাদের মাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ৩জনেরই পাকস্থলি পরিষ্কার করেন। পরবর্তীতে তাদের মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়েছে।
প্রতিবেশী আব্দুল জলিল জানান, তাদেরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা ভালো আছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এজেডএস/ এমএমজেড