ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে দেবরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন ভাবী (৩০)। এ ঘটনায় দেবর রাজন ফকিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (১৭ অক্টোবর) রাতে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করার পর রাজনকে গ্রেফতার করে পুলিশ।
রাজন ওই উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ এলাকার বাসিন্দা।
জানা গেছে, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় মাজারে গান শুনতে যান। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ তার ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে রাজন ফকির গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সকালে তার স্বামী বাড়িতে ফিরলে সব ঘটনা খুলে বলে তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহমান বলেন, মামলার পর রোববার দিনগত রাতে ধর্ষক রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি নুরুল আলম বলেন, আসামি রাজনকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেডএ