জামালপুর: জামালপুরের সরিষাবাড়ি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। রোববার (১৭ অক্টোবর) রাতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে মো. আফতাব উদ্দিন (৬০) ও পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।
সোমবার দুপুরে র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথরের মুর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামেরপাড়া গ্রামের মো. ফরহাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কষ্টিপাথরের মূর্তিসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাবের কোম্পানি কমান্ডার।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআইএস