সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মেঘনা বারোঘর জলমহাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষের সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ৩০ জন।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা-বারঘর গ্রুপ জলমহাল অংশের উদীর বিল নামক জলমহালকে ঘিরে সংঘর্ষ শুরু হয়।
নিহত রুহেদ মিয়া ভাটিপাড়া ইউনিয়নের আব্দুস শহীদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজলনুরের মধ্য বিরোধ চলছে। এছাড়া পাশের উদীর বিল জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে কাজলনুর ও শাহ আলম দীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। সোমবার গ্রামের খাস জায়গায় ভাটিপড়া গ্রামের কাজলনুর গ্রুপের লোকজন কাটিবাঁধ দিতে গেলে জলমহাল গ্রুপের মালিক শাহ আলম দীপের লোকজন বাঁধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত ও একজন নিহত হন।
আহতদের মধ্যে সুয়েদ মিয়া (৪০), জসিম (২৮), ফয়জুল (৪২), অন্তর (২০), সুজানুর (২৫), ফাহিন রহমান (৩০), মিলন (২০), নাদের মিয়া (৩৫), ওয়াছিনুর (২৫), মেহেরাজ (২০), মরি (৩০), সানোয়ার (৩৫), আকবর (৩০) ও আনোয়ার হোসেনের (৩০) নাম জানা গেছে।
আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই