বরিশাল: গৌরনদীতে ১১ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পালক দাদা সিদ্দিক সরদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর খালা বাদী হয়ে রোববার (১৭ অক্টোবর) রাতে থানায় মামলা করেছেন। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি সিদ্দিক সরদারকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (১৮ অক্টোবর) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এমএস/এমএমজেড