ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিউল সোমবার দুপুরে বিজয়নগর উপজেলা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে ইসলামাদ এলাকায় সিলেটগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই