মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এ অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, সোমবার ৫ ঘণ্টার অভিযানে পদ্মা নদী থেকে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় ১২ হাজার ৩০০ মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় জেলেকে সাতদিন করে কারাদণ্ড দেন। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পদ্মায় অভিযান চলছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল থেকে রাত ৮-৯টা পর্যন্ত নিয়মিত অভিযান চালানো হচ্ছে নদীতে। ইলিশ ধরা নিষিদ্ধ সময়ের শেষদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআরএস