নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় সফিকুল ইসলাম জনি (৩৩) নামের এক রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতার নিহত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে জনির মৃত্যু হয়।
জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা। সে ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে সাংবাদিক রাসেল আহমেদ জানায়, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় ট্রাকটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএইচআর