ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে ছাত্রলীগের ‘শান্তি শোভাযাত্রা’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
জাবিতে ছাত্রলীগের ‘শান্তি শোভাযাত্রা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরাতন রেজিস্ট্রার ও মুরাদ চত্ত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শহীদ মিনারের পাদদেশে সম্প্রীতি সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রলীগ কর্মীরা বলেন, সারাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। আমাদেরকে একত্রিত হয়ে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জবাব দিতে হবে।

জাবি ছাত্রলীগের সদ্য সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা বদ্ধপরিকর। প্রতিক্রিয়াশীল উগ্রবাদী যারা ধর্মের নামে হানাহানি করে তাদের স্থান সোনার বাংলায় হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী আকলিমা আক্তার এশা, মাহবুবুল হক রাফা, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ। এছাড়া মিছিলে বিশ্ববিদ্যালয়ের ১৬ টি হলের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।