ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জবি শিক্ষকদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ জবি শিক্ষকদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে ভাঙচুর ও তাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও ট্রেজারার কামালউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের উপাসনালয়ে ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানান।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাইদের মনে যে ভয়-শঙ্কা দেখা দিয়েছে, সেই শঙ্কা থেকে তাদেরকে বের করে আনা। আমরা এই মানববন্ধন থেকে তাদের উদ্দেশে এই বাণী শোনাতে চাই আমরা সবাই আপনাদের পাশে আছি।

তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তকে যে সাম্প্রদায়িকতার যে বীজ বপন করা হয়েছে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পাঠ্যপুস্তকে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম এই বিভাজন থাকবে। পাঠ্যপুস্তকে বিভাজনের নীতি নয়, পাঠ্যপুস্তক হবে মানবতার নীতি, একতার নীতি।

সাম্প্রতিক ঘটনার বিষয়ে দেশের গোয়েন্দা সংস্থাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে আরও তৎপর হয়ে এ ঘটনায় কারা জড়িত তাদের তালিকা বের করে আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে অবিলম্বে অপরাধীদেরকে আইনের আওতায় এনে কঠোর বিচারের সম্মুখীন করতে হবে।

অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো : জাকারিয়া মিয়া বলেন, আমরা যদি আমাদের মনের ভেতরে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে ধারণ করতে না পারি তাহলে এ রকমের সাম্প্রদায়িকতার বীজকে উৎখাত কখনোই সম্ভব হবে না।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।