গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে রমেশ চন্দ্র নামে এক ব্যবসায়ীর ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এসময় উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করেই রবিন বস্ত্রালয়ে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক রমেশ চন্দ্র জানান, আগুনের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পরিকল্পিতভাবে কেউ তার দোকানে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও সবদিক মাথায় রেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরএ