ঢাকা: দুটি মিশরীয় বিমান লিজ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আগামী ১০ দিনের মধ্যে বিভিন্ন অভিযোগ সম্পর্কে তাদের লিখিত বক্তব্য সংসদীয় কমিটিতে পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় সংসদের ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এ কথা বলা হয়েছে।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
এছাড়া বৈঠকে কক্সবাজারে পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেল সংস্কারের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১’ প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের আগামী অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয় হয়।
এ বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসকে/জেএইচটি