ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ফয়সাল (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোরকমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

 

ফয়সাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে। সে ফুলবাড়ীতে নানার বাড়ি বেড়াতে এসেছিল।  

নাওডাঙ্গা ইউনিয়র পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুসাব্বের আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, ফয়সাল মা-বাবার সঙ্গে নানা দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে নানাবাড়ির বাইরের উঠানে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে মারা যান। দুপুরের দিকে শিশুটির খোঁজ না মিললে সন্দেহ হলে পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরটি থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।