কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ফয়সাল (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোরকমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
ফয়সাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাভিরাট ইউনিয়নের জুয়েল মিয়ার ছেলে। সে ফুলবাড়ীতে নানার বাড়ি বেড়াতে এসেছিল।
নাওডাঙ্গা ইউনিয়র পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুসাব্বের আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফয়সাল মা-বাবার সঙ্গে নানা দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে নানাবাড়ির বাইরের উঠানে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে মারা যান। দুপুরের দিকে শিশুটির খোঁজ না মিললে সন্দেহ হলে পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরটি থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এফইএস/এসআরএস