ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া কসবায় সড়ক দুর্ঘটনায় আব্দুল ওয়াহেদ ভূইয়া নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তিনলাখপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় সিএনজি চালিত অটোরিকশায় করে আব্দুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবা যাচ্ছিলেন। পথে তিনলাখপীর এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পর অটোরিকশা ফেলে চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই