চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে ১ কোটি ৮০ লাখ টাকার হেরোইনসহ আবদুল আলিম (২২) নামে একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামের মো. ফিটু আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার সন্ধ্যায় বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় এক কেজি ৮’শ গ্রাম হেরোইনসহ আবদুল আলিমকে আটক করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআইএস