ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ১৯ মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জয়পুরহাটে ১৯ মাদকসেবী আটক

জয়পুরহাট: জয়পুরহাট শহরের সুইপার কলোনি দ্বিতীয় রেলগেট ডাক বাংলা রোডের মেসার্স রাহিম ফল ভাণ্ডার এলাকা থেকে ১৯ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।  

শুক্রবার (২২ অক্টোবর) সকালে জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
  
এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাদকবিরোধী এ অভিযানে মাদকসেবী মারুফ হোসেন (২১), সজিব হোসেন (২০), বাবু পাটোয়ারি (৩৫), আব্দুল হামিদ (৪৮), জহুরুল আলম (৫০), যাদু উরাও (৩০), পিয়াস আহমেদ (২৮), মিজানুর রহমান (৩৩), রায়হান হোসেন (২৫), সুমন ইসলাম (৩১), জাহাঙ্গীর (৩০), নিশাত (২০), নাহিদ আলম (২৯), শাওন (২১), মামুন ইসলাম (২২), সন্তোষ মিঞ্জি উরাও (৪৬), সরোয়ার রওশন (৩৪), জনি আলী (২৯) ও শাহীন হোসেনকে (২২) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।  

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।