বরিশাল: বরিশালের গৌরনদীতে ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে সারের বস্তাগুলো জব্দ করা হয়।
জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার সারগুলো নছিমনে গৌরনদী উপজেলার টরকি বাজারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। তবে এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার অন্য উপজেলায় নিয়ে যাওয়ায় পাচারের সামিল হওয়ায়, থানা পুলিশের উপস্থিতিতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স সেগুলো জব্দ করেন। জব্দ করা ৫০টি বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে ইউরিয়া সার থাকার কথা প্রাথমিকভাবে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নছিমনের চালক ও বাশাইল বাজারের সারের ডিলারের স্বজনেরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমএস/এনটি