ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ফারুক মিয়া (৩০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় শাহজাহান মিয়ার ছেলে। সে পেশায় রিকশাচালক ছিল।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশ করছিল। ওই সময় ফারুক রেললাইন পার হতে গিয়ে সে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএইচআর