মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১ টার দিকে পাটুরিয়া ঘাটের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বানিজ্য বিভাগের ব্যাবস্থাপক সালাম হোসেন।
তিনি বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ফেরি ঘাটের দুটি ট্রাক টার্মিনালে পারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক এবং ছোট বড় মিলিয়ে যাত্রীবাহী পরিবহন আছে অর্ধ শতাধিক। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, ছোট গাড়ি ও বাস পারাপার করা হচ্ছে।
সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি যানবাহন ও মানুষ পারাপারের কাজে নিয়োজিত আছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২২ অক্টোবর ২০২১
জেডএ