ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাকিম মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১অক্টোবর) রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
মোস্তাকিম উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের মো: দুলাল মিয়ার পুত্র।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানায়, সন্ধ্যার পর পুকুরে মাছ ধরতে যায় মোস্তাকিম। এ সময় পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। পরে প্রতিবেশীরা বিষয়টি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএইচআর