মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের লক্ষ্মীপুর-নারায়ণপুর গ্রামের মাঝের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কদমবাড়ী পুলিশ ফাঁড়ি ও রাজৈর থানায় বিষয়টি জানায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বাংলানিউজকে জানান, উদ্ধার নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআরএস