ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

ঢাকা: সারাদেশে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ ও হিন্দুদের উপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইসকনসহ আরও ১০টি হিন্দু সংগঠন এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস পাল বলেন, সারাদেশে হিন্দুদের ওপর হামলার, ভাংচুর,  হত্যা ও হামলা করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে সরকার ও প্রশাসন ঘটনা ঘটার পর ব্যবস্থা নেয়। লোক দেখানো শান্তি সমাবেশ করে, আমরা এসব চাই না, আমরা বিচার চাই। আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

এসময় তিনি আগামীকাল শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শাহবাগে অনশন পালন করা হবে বলেও জানান তিনি।

সমাবেশে জাতীয় হিন্দু ফোরামের সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আর দুর্বল ভাববেন না, আমাদের উপর এসব হামলার সব জবাব এখন রাজপথেই দেওয়া হবে। সারাদিন আমাদের কর্মসূচি চলবে এবং সন্ধ্যায় মশাল মিছিল করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এইচএমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।