ঢাকা: রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ১৬ তলা ভবনের পঞ্চম তলায় একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট কাজ করেছে।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, পুরানা পল্টনের জামান টাওয়ার ১৬ তলা ভবনের পঞ্চম তলায় একটি ইন্স্যুরেন্সের অফিসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট। তবে ১৬ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এজেডএস/এসআইএস