ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেফতাররা হলেন—মো. সামাদ, মো. লালটু ও মো. ওমর ফারুক।

রোববার (২৪ অক্টোবর) যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানান ডিবি মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়া খাম্বা এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এডিসি সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।