নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিশু (৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রিশাদুল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে ফতুল্লার তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিশাদুল(৪২) রংপুর হারাগাছা থানার জুম্মাপাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে শিশুকে ডেকে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করে রিশাদুল। এদিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে মেয়েকে কান্না করতে দেখে শিশুটির বাবা-মা ধর্ষণের বিষয়টি জানতে পারে। পরে রোববার সকালে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে রিশাদুলকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এনএইচআর