ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় কমিশনের মানবিক সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস। মঙ্গলবার (২৬ অক্টোবর) তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
জেনেজ লেনারসিস মঙ্গলবার উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা - ইউএনএইচসিআর'র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মঙ্গলবার সকালে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন জেনেজ লেনারসিস। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি সরকারি- বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার মতবিনিময় করার কথা রয়েছে।
জেনেজ লেনারসিস সফর শেষে ২৮ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়:১০১০ ঘণ্টা, অক্টোবর ২৭,২০২১
টি আর/এসআইএস