পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় খালের পানিতে পড়ে রাবিদ রুফায়িত (দেড় বছর) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাবিদ প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় সবার অগোচরে টিউবওয়েলের পানি পড়া খালে পড়ে যায়। পরে পরিবারের লোকজন রাবিদকে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর স্থানীয় এক নারী খালের পানিতে শিশুটিকে দেখতে পায়। দ্রুত স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এনটি