ফরিদপুর: ফরিদপুরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের কৃষক ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ২৬ লাখ টাকা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে (২৭ অক্টোবর) জেলা শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া সড়ক সংলগ্ন বুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক অতুল সরকার।
বুরো বাংলাদেশ (সিএইচআরডি) ফরিদপুর শাখার ব্যবস্থাপক আবু সায়েমের সভাপতিত্ব ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুরো বাংলাদেশ ফরিদপুর অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলমগীর কবির, ফরিদপুর শাখা ম্যানেজার আক্কাস আলী, কানাইপুর শাখা ম্যানেজার মো. স্বপন মিয়াতিসহ অফিসের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এনএইচআর