ঢাকা: রাজধানীর লালবাগ পোস্তায় গলায় ফাঁস দিয়ে ওয়াজিব (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পোস্তা কাজী রিয়াজ উদ্দিন রোডের একটি বাসার এ ঘটনা ঘটে।
ওয়াজিবের বাড়ি ময়মনসিংহ কোতয়ালীর মাসকান্দা গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। পোস্তায় ওই বাসার ভাড়া থাকতেন তিনি।
ওয়াজিবের ভাই সোহাগ বাংলানিউজকে জানান, ওয়াজিব তিন মাস আগে বিয়ে করেছে। বাবা-মা তাকে কাজ করার জন্য বকাবকি করতেন। আজ দুপুরেও মা তাকে বকা দেন। পরে অভিমান করে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তাকে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।
বাংলাদেম সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এজেডএস/জেডএ