চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় খেলার সময় গলায় মার্বেল আটকে সোয়াইদ হোসেন (০১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরতলীর বেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
সোয়াইদ ওই গ্রামের রাজমিস্ত্রি সোহাগ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মার্বেল নিয়ে খেলছিল শিশু সোয়াইদ। এ সময় সে একটি মার্বেল মুখে দিলে সেটি গলায় আটকে যায়। এতে সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাদিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
জেডএ