নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় শর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার।
বুধবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, এলাকার জাহাঙ্গীর স্টোর থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৫টি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের লিডার মাধব চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেডএ